সিলেট: সাধারণ শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস।
বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের গোল চত্বর এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে শাবি মেইন গেটে অবস্থান নেয়।
এছাড়া আন্দোলনরতরা সকাল থেকে ক্যাম্পাস থেকে কোনো ধরনের পরিবহন বাস বের করতে দেয়নি। এমনকি ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহনও চলাচল করতে পারবেনা বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো যানবাহন এবং শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে ধর্মঘটে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি অধিকাংশ বিভাগে।
লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দিনের চাকরিচ্যুতির দাবিতে ধর্মঘট ডাকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আমাদের ডাকা ধর্মঘট শেষ হওয়ার আগে নাছির উদ্দিনের চাকুরিচ্যুতির বিষয়টি ফলপ্রসূ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দেন আন্দোলনের মুখপাত্র শরীফুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪