জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার অনুত্তীর্ণদের অতিরিক্ত নম্বর (গ্রেস মার্ক) দিয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার পরীক্ষার্থীরা ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় ২১ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভর্তি হতে পারবেন। কিন্তু ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ১২৪ জন পোষ্য কোটার পরীক্ষার্থীর মধ্যে ৬২ জন উত্তীর্ণ হয়েছে। অন্যান্যরা উত্তীর্ণ হতে পারে নি। এই অনুত্তীর্ণ ভর্তিচ্ছুদের প্রাপ্ত নম্বরের সঙ্গে অতিরিক্ত ৩ নম্বর দিয়ে উত্তীর্ণ করে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এছাড়া ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিভাগ অনুযায়ী পৃথকভাবে যে শর্ত আরোপ করা হয়েছিল পোষ্য কোটায় ভর্তিচ্ছুদের ক্ষেত্রে তাও প্রযোজ্য হবে না।
মোট সাতটি কোটার মধ্যে ছয়টি কোটার আসন সংখ্যা নির্দিষ্ট থাকলেও পোষ্য কোটার আসন নির্দিষ্ট নয়। অতিরিক্ত ৩ নম্বর যোগ করে যারা উত্তীর্ণ হতে পারবেন তাদের সকলকে ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, আগে থেকেই এই নিয়ম চলে আসছে তাই আমরা একদিনে তা বাতিল করতে পারি না।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪