ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষক সমাবেশ ১৩ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
প্রাথমিক শিক্ষক সমাবেশ ১৩ মে

ঢাকা: ১১ দফা দাবিতে আগামী ১৩ মে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মহাসমাবেশ করবে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‍শিক্ষক সংগঠনের আহবায়ক নাসরিন সুলতানা এ তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের চাকরি সম পদমর্যাদা দেওয়া ও প্রধান শিক্ষকের একধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ ও সহকারী শিক্ষকদের পদোন্নতির সুযোগসহ ১১দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।

এসময় সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ শামিসুদ্দিনসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ৮ মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ৩টা থেকে সাড়ে ৩টা পযন্ত প্রতীকী অনশন ও মহাপরিচালকের কাছে দাবি-ধাওয়া তুল ধরে শিক্ষকদের স্বার্থ রক্ষার এ সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল: ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।