ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষক সমিতির জাতির জনকের মাজার জিয়ারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
শিক্ষক সমিতির জাতির জনকের মাজার জিয়ারত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতারা জাতির জনকের মাজার জিয়ারত করেছেন।

বুধবার সকালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান।


 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষক সমিতির সভাপতি ড. হানিফ সিদ্দিকীর নেতৃত্বে নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতারা টুঙ্গিপাড়ায় যান।

এসময় উপস্থিত শিক্ষক সমিতির নেতারা হলেন- - শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান, কোষাধ্যক্ষ বিভূতি সরকার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, এবং সদস্য সালেহ আহমেদ, মৃনাল কান্তি বাওয়ালী, সুকান্ত বিশ্বাস, কামরুল হাসান, রোকনুজ্জামান, জাকিয়া সুলতানা মুক্তা, জপতোষ মণ্ডল, জীবন কৃষ্ণ মোদক ও দীপঙ্কর কুমার।

গত মঙ্গলবার এ কমিটি তাদের দায়িত্বভার গ্রহন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।