ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার থেকে বাকৃবিতে ক্লাস শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মে ১, ২০১৪
রোববার থেকে বাকৃবিতে ক্লাস শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি(ময়মনসিংহ): ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অনুষদীয় ছাত্র সমিতির নেতাদের আন্দোলনের মুখে ৩ ঘণ্টা পর শুরু হওয়া সিন্ডিকেট সভায় রোববার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হলো- সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যাকাণ্ডের যথাযথ তদন্তপূর্বক দ্রুত বিচার আইনে বিচারের ব্যবস্থা, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস রোববার থেকে শুরু করে শিগগিরই পরীক্ষা শুরু, শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসন ও অনুষদীয় ভবনের সামনে সব প্রকার অবস্থান ধর্মঘট, সভা, সমাবেশ ও মিছিল সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান, সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কমকর্তা-কর্মচারির নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ,সম্পূরক তদন্ত কমিটির রিপোর্ট ২১ দিনের আগেই দেওয়ার সুপারিশ, তদন্ত সাপেক্ষে শিক্ষক ও শিক্ষার্থী লাঞ্ছনাকারীদের শাস্তির ব্যবস্থা।

সিন্ডিকেট সভার ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনুষদীয় ছাত্র সমিতির নেতারা ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল বের করেন। এসময় তারা সাধারণ ছাত্র সমাজের জয় হয়েছে বলে স্লোগান দিতে থাকে।

উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল হকের সভাপতিত্বে সিন্ডিকেট অধিবেশনে সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস মিয়া, পরিকল্পনা কমিশন সদস্য অধ্যাপক ড. শামসুল আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মো. মতিউর রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের সাবেক অধ্যাপক ড.মো. মনসুরুল আমীন, সাবেক সাংসদ জনাব কে.এম. খালিদ এবং সিন্ডিকেট সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল খালেক।  

 বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।