ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রথম শ্রেণির পদমর্যাদা চান সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ২, ২০১৪
প্রথম শ্রেণির পদমর্যাদা চান সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের পদমর্যাদা প্রথম শ্রেণি করার দাবি জানিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এ দাবি করেন।

এ সময় তারা মাধ্যমিকের জন্য স্বতন্ত্র অধিদপ্তর ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিও জানান।

সংগঠনের সভাপতি মো. মোফাজ্জল হোসেন লিখিত বক্তব্যে বলেন, মাধ্যমিক শিক্ষকদের বেঁচে থাকার জন্য আলাদা পদোন্নতি, আলাদা অধিদপ্তর ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের বিকল্প নেই। কারণ আমরা চাই বেতনের টাকায় সুষ্ঠুভাবে জীবনধারণ করতে।

“আমরা শুধু বিদ্যালয়ে পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। শিক্ষকরা তখনই প্রাইভেট পড়ায়, যখন তার সংসার চালানোর জন্য বাড়তি অর্থের প্রয়োজন হয়। ”

তিনি আরো বলেন, শুধু বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ানোর জন্য আমাদের দাবিগুলো মেনে নিতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।

এ সময় সংগঠনের সারা দেশের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা। মে ০২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।