ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের পদমর্যাদা প্রথম শ্রেণি করার দাবি জানিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এ দাবি করেন।
এ সময় তারা মাধ্যমিকের জন্য স্বতন্ত্র অধিদপ্তর ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিও জানান।
সংগঠনের সভাপতি মো. মোফাজ্জল হোসেন লিখিত বক্তব্যে বলেন, মাধ্যমিক শিক্ষকদের বেঁচে থাকার জন্য আলাদা পদোন্নতি, আলাদা অধিদপ্তর ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের বিকল্প নেই। কারণ আমরা চাই বেতনের টাকায় সুষ্ঠুভাবে জীবনধারণ করতে।
“আমরা শুধু বিদ্যালয়ে পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। শিক্ষকরা তখনই প্রাইভেট পড়ায়, যখন তার সংসার চালানোর জন্য বাড়তি অর্থের প্রয়োজন হয়। ”
তিনি আরো বলেন, শুধু বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ানোর জন্য আমাদের দাবিগুলো মেনে নিতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ সময় সংগঠনের সারা দেশের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা। মে ০২, ২০১৪