সিলেট: ২০১৩ সালের মতো এবারও সিলেট শিক্ষাবোর্ডে সেরা হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৫৩ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫ পেয়েছে।
এবারের এসএসসি পরীক্ষায় এ ঈর্ষণীয় ফলাফল সিলেট ক্যাডেট কলেজের ঐতিহ্যের ধারাবাহিকতার স্মারক এবং ভবিষ্যত ক্যাডেটদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে কলেজ প্রশাসন আশা প্রকাশ করে।
এছাড়া প্রকাশিত ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে ২০১৩ সালে ৪র্থ স্থানে থাকা ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়। তৃতীয় হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
এছাড়া সেরা ২০ স্কুলের তালিকায় রয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেটের স্কলার্স হোম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদরের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, মৌলভিবাজারের দ্যা ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, মৌলভিবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেটের আল-আমিন জামেয়া ইসলামিয়া, সুনামগঞ্জের সরকারি এস সি বালিকা হাই স্কুল, রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামীয়া একাডেমি, মৌলভিবাজারের আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়।
শনিবার প্রকাশিত ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.২৩ শতাংশ। গতবারের ফলাফলের তুলনায় এবার সব সূচকই বৃদ্ধি পেয়েছে। বেড়েছে জিপিএ-৫।
বোর্ডে ছেলেদের পাসের হার ৯০.৮০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৭.৯৭ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘন্টা, ১৭মে, ২০১৪