ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইইউ’র আর্থ কেয়ার ক্লাবের পরিবেশ বিষয়ক কর্মসূচি

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মে ২৩, ২০১৪
ইইউ’র আর্থ কেয়ার ক্লাবের পরিবেশ বিষয়ক কর্মসূচি

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি'র পরিবেশ বিষয়ক সংগঠন 'আর্থ কেয়ার ক্লাব' ও অনলাইন নিউজ পোর্টাল বিডি এনভায়রনমেন্ট আগামীকাল নায়ারনগঞ্জের ঝালকুড়িতে ‘হাজী মিসির আলী ইউনিভার্সিটি কলেজে’ পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেছে। একইসাথে এলাকার স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও কৃষকদের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়াও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় শতাধিক গাছের চারা বিতরণ করা হবে।

এ উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫ নাম্বার ক্যম্পাস থেকে সকালে আর্থ কেয়ার ক্লাবের সদস্যরা নারায়নগঞ্জের উদ্দেশে রওনা হয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করবে।

আর্থকেয়ার ক্লাবের প্রধান সম্বনয়ক এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক 'আবু মোঃ আবদুল্লাহ' কর্মসূচি প্রসঙ্গে বলেন - ''পৃথিবীর পরিবেশ যখন হুমকির মুখে তখন আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু পারছি করছি।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৪       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।