সাভার (ঢাকা): ঢাকার সাভারে বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টালের (বিএমডিসি) অনুমোদনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ডেন্টাল কলেজ ভবনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টালের অনুমোদন না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ৩৮ জন শিক্ষার্থী ভর্তি করে।
প্রতারিত শিক্ষার্থীরা আরও বলেন, যেহেতু বিএমডিসির অনুমতি ছাড়াই আমাদের ভর্তি করা হয়েছে, সেহেতু আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারের যাওয়ার জন্য কর্তৃপক্ষই দায়ী।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ডেন্টাল কলেজে বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টালের অনুমোদন না থাকার পরও শিক্ষার্থী ভর্তি করে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এ বিষয়ে আমরা বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা হুমকি প্রদর্শন করেন এবং বলেন, তাদের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ হবে না।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আবু তাহের বাংলানিউজকে বলেন, গণস্বাস্থ্য ডেন্টাল কলেজের অনুমোদনের জন্য আমাদের আবেদনের প্রেক্ষিতে সরকারি মঞ্জুরি এখন পর্যন্ত হাতে পাইনি। তবে এ বিষয়ে প্রসেসিং চলছে। ফাইলটি বর্তমানে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্য দফতরে জমা আছে এবং অনুমোদন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জাফর উল্লাহ চৌধুরী এখন আমেরিকায় আছেন। তিনি এলে আমরা এ বিষয়ে একটা ব্যবস্থা করবো। এছাড়া বর্তমান সরকারের সঙ্গে অধ্যাপক জাফর উল্লাহ চৌধুরীর সম্পর্ক ভালো না থাকায় মানববন্ধন করেও শিক্ষার্থীদের কোনো উপকারে আসবে না বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ২৬, ২০১৪