ঢাকা: পরীক্ষা ছাড়া নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
নটরডেম কলেজের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মঈন গণি।
বুধবার আদালতে আবেদনটি দায়ের করেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমান্ত রোজারিও।
মঈন গণি বাংলানিউজকে জানান, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ভর্তির বিষয়ে গত ১৮ মে শিক্ষাসচিব স্বাক্ষরিত একটি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই নীতিমালার ৩, ৪ ও ৯ নম্বর ধারায় বলা হয়েছে, নটরডেমে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না এবং ভর্তিতে কোটা অনুসরণ করতে হবে।
প্রজ্ঞাপনের এ তিনটি বিষয় চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত এ বিষয়গুলো স্থগিত করে রুল দিয়েছেন। রুলে আদালত জানতে চেয়েছেন, ওই তিনটি ধারা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না।
রিটের বিবাদীরা হচ্ছেন- শিক্ষাসচিব এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শক।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪