সিলেট: সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আমেরিকান ভিসা পেতে সাক্ষাৎকার দেওয়া যাবে। ।
বুধবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) অফিসে সিলেট জোনের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে আমেরিকান দূতাবাস বাংলাদেশের কনসাল জেনারেল জেমি ফাউস এ তথ্য জানান।
ভিসা প্রত্যাশীরা এখন শুধু অনলাইনে আমেরিকান ভিসার জন্য আবেদন করতে পারছেন। কিন্তু আগামী সেপ্টেম্বর মাস থেকে আবেদনের পাশাপাশি অনলাইনে ভিসা প্রসেসিং ও সাক্ষাৎকার দিতে পারবেন। এজন্য ভিসা প্রত্যাশীকে দূতাবাসে যাওয়ার প্রয়োজন পড়বে না। এতে ভিসা প্রত্যাশীদের অর্থ ও সময় দুই-ই বাঁচবে।
আমেরিকান দূতাবাসের কর্মকর্তা জেমি ফাউস সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে আসা ভ্রমণকারীদের স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের ভ্রমণ আমাদের দেশের আন্তর্জাতিক, অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থ ও মূল্যবোধ বজায় রাখার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। বিদেশি পর্যটকদের জন্য সৌহার্দ্যের গালিচা বিছিয়ে রেখেছি আমরা।
জেমি ফাউস আরও বলেন, বাংলাদেশ থেকে গত বছর ২৯ হাজারের বেশি ব্যবসায়ী ও পর্যটক আমেরিকা ভ্রমণ করেছেন। যা আগের বছরগুলোর তুলনায় তিনগুণের চেয়ে বেশি।
ট্রাভেল ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে জেমি ফাউস বলেন, আমেরিকান ভিসা আমেরিকা পৌঁছার অনুমতি মাত্র। কিন্তু কে সেখানে কতদিন থাকতে পারবেন, সেটা সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করে দেন। সাক্ষাৎকারে যদি ভিসা প্রত্যাশী ইমিগ্রেশন কর্মকর্তাকে সঠিকভাবে আমেরিকায় যাওয়া ও থাকার কারণ উপস্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই ওই ভিসা প্রত্যাশীকে ভিসা দেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আটাবের কেন্দ্রীয় চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ মাহবুব।
আটাবের মহাসচিব জিল্লুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশে আমেরিকান দূতাবাসের ভাইস কনসাল অ্যালেন ম্যাকারটি, যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আরেফ, অর্থ সম্পাদক আসলাম খান, সিলেট জোন চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, ভাইস চেয়ারম্যান আব্দুল আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, মসনুর আলী খান, কেন্দ্রীয় সদস্য খন্দকার সিপার আহমদ, আব্দুল গনী, সৈয়দ আব্দুল কুদ্দুস, আব্দুল আহাদ, আব্দুল কুদ্দুস, মাসুদ খান, জহিরুল কবির শিরু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ২৮, ২০১৪