বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষকের বিচারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
ছাত্রলীগের অন্যান্য দাবিসমূহ হলো, সেশনজট মুক্ত ক্যাম্পাস, শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিতকরণ, ছাত্রলীগ নেতা সাদ হত্যার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ, ছাত্রলীগের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার ও ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
এদিকে, সকালে উপাচার্যের কার্যালয়ে এক সিন্ডিকেট সভা শুরু হয়। সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মে ২৯, ২০১৪