ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রলীগ নেতাসহ আটক ১০

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জুন ১, ২০১৪
জাবিতে ছাত্রলীগ নেতাসহ আটক ১০

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হানিফ পরিবহনের বাস আটকের ঘটনায় ১০ ছাত্রকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকও আছেন।



পরে ছাত্রলীগ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার বিকেল বিকেলে সাড়ে পাঁচটায় দিকে এই আটকের ঘটনা ঘটে। সাভার সার্কেলের এএসপি রাসেল শেখ  আটকের খবর নিশ্চিত করেছেন।

 এর আগে বিকেলে পুলিশের হস্তক্ষেপে পরিবহন মালিক সমিতির সঙ্গে সমঝোতা হওয়ায় হানিফ পরিবহনের আটক তিনটি বাস ছেড়ে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত ও শিক্ষার্থীদের ‘মারধরের’ প্রতিবাদে রোববার বিকালে গাবতলী থেকে ছেড়ে যাওয়া তিনটি বাস বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আটক করে শিক্ষার্থীরা।

এ ঘটনার পর এক ঘণ্টার মধ্যে বাস তিনটি ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দেয় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির নেতা সালাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, “বিকালেই পুলিশের হস্তক্ষেপে মালিক সমিতির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় শিক্ষার্থীরা তিনটি বাস ছেড়ে দেয়। ফলে এখন গাবতলি থেকে সব ধরনের বাস চলাচল করবে। ”

গত ২১ মে বিশ্ববিদ্যালয়ে সামনে পিকআপ ভ্যানচাপায় মারা যান বিশ্ববিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের ছাত্রী ফাতেমা আক্তার। তার তিন দিন পর গাবতলীতে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।   এর জের ধরেই বিকালে বাস আটকের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।