পাবনা: হোস্টেল, পরিবহন, শিক্ষক ও নিরাপত্তাসহ ৬ দফা দাবিতে ক্লাস বর্জন করে অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলীকে অবরুদ্ধ করে রেখেছে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষকে ভেতরে রেখে বাইরে থেকে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।
খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছিল।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, পাবনা মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হলেও এখানে পর্যাপ্ত শিক্ষক, হোস্টেল ও পরিবহন সুবিধা নেই। এছাড়া কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।
এসব কারণসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে তারা কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলীকে তার কক্ষে অবরুদ্ধ করে রেখেছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও শিক্ষার্থীরা জানায়।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৪