ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফের বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুন ৪, ২০১৪
ফের বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ছয় দফা দাবি আদায়ে চলা ধর্মঘট প্রত্যাহার হওয়ার একদিন পর ফের আন্দালনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার সকালে অস্থায়ী ক্যাম্পাসে তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।



এর পর বেলা ১১টায় পৃথকভাবে দুই দফা দাবি আদায়ে বিক্ষোভ করে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

সকাল ১০টায় অস্থায়ী ক্যাম্পাসে তিন দফা দাবি আদায়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেয়।

দাবিগুলো হলো- বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগকে স্বতন্ত্র ঘোষণা করা, স্থায়ী ক্যাম্পাসে বরাদ্ধকৃত রুমের পাশাপাশি অতিরিক্ত দু’টি রুম দেওয়া (যার একটি বিভাগের কম্পিউটার ল্যাব এবং অন্যটি বিভাগের সেমিনার লাইব্রেরি রুম হিসেবে ব্যবহৃত হবে) ও বিভাগীয় উন্নয়ন তহবিল থেকে যে টাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হিসাবে জমা দেওয়া হয়েছে তা পুনরায় বিভাগীয় উন্নয়ন তহবিলে জমা দেওয়া।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল বলেন, অর্থনীতি বিভাগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আমরা প্রতি সেমিস্টারের শুরুতে উন্নয়ন, বিবিধসহ নানান সেক্টরে টাকা দিয়ে আসছি। যে সব টাকা আমাদের বিভাগের অনুকূলে জমা হওয়ার কথা। কিন্তু তা না হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হিসাবে জমা হয়। এসব টাকা জমা হওয়ার পরও আমাদের বিভাগের কোনো উন্নয়ন হয়নি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিনা বেনজীর অমি বলেন, আমাদের বিভাগের নিজস্ব কোনো লাইব্রেরি, ল্যাব ও সেমিনার রুম নেই। আমারা অতিরিক্ত যে টাকা জমা দেই, তা আমাদের বিভাগের অনুকূলে থাকার কথা কিন্তু তা হয় না। তিন বছরেও আমরা হলে কোনো সেমিনার, সিম্পোজিয়াম এ অংশগ্রহণ করেতে পারিনি।

তিনি জানান, অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ভিসি স্যারের কাছে যেতে বলেন, আর ভিসি স্যারকে বললে তার কাছ থেকে আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়না।

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে ভিসি অধ্যাপক ড. মো. হারুনর রশিদ খান অবগত হওয়ার পর বেলা পৌনে ১১টায় অস্থায়ী ক্যাম্পাসে তার কার্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন।



এসময় শিক্ষার্থীরা ভিসির কাছে তাদের তিন দফা দাবি তুলে ধরলে, তিনি লাইব্রেরি ও সেমিনার বাবদ ১০ লাখ টাকা দেওয়ার বিষয় নিশ্চিত করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইতোপূর্বে সেমিনার, সিম্পোজিয়ামের জন্য অর্থনীতি বিভাগের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। যে সব বিভাগ জানিয়েছেন তারা সেমিনার ইতোমধ্যে সম্পন্ন করেছেন।

তিনি আরো বলেন, টাকা কেন্দ্রীয় ফান্ডে জমা হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসনের হাতে। তবে সে টাকা বরিশাল বিশ্ববিদ্যালয়েরই থেকে যাবে।

অন্যদিকে, ভিসির সঙ্গে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বৈঠক চলাকালে দুই দফা দাবি নিয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

তাদের দাবি হলো- বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগকে স্বতন্ত্র ঘোষণা ও মার্কেটিং বিভাগের উন্নয়ন তহবিল থেকে যে অর্থ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হিসাবে জমা দেওয়া হয়েছে তা পুনরায় বিভাগীয় উন্নয়ন তহবিলে জমা দেওয়া।
 
এদিকে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।