ঢাকা: মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১৫ জুন প্রকাশ করা হবে।
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, ওই দিন মোবাইল ফোন থেকে ফল পাওয়ায় যাবে।
গত ১৭ মে সারা দেশে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের ফল প্রকাশ হয়। এবার গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।
২০১৪ সালের এসএসসি, দাখিল ও কারিগরী বোর্ডের পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলে মার্চ ২২ পর্যন্ত। এতে মোট ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়, পাস করে ১৩ লাখ ৩৩১ জন।
প্রতি পত্রের জন্য ১২৫ টাকা ফি দিয়ে পরীক্ষার্থীরা টেলিটক মোবাইল থেকে গত ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের করে।
ঢাকা বোর্ডে ৫০ হাজারেরও বেশি আবেদন পড়ে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বলেন, ১৫ জুন সব বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে। আবেদনের সময় প্রার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে।
নিজ বোর্ডে ৭ হাজার ১৩২টি আবেদন পড়েছে জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আমরা নোটিশ বোর্ডে ফল দেব।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ০৮, ২০১৪