খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীদের আন্তঃডিসিপ্লিন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৪ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে শুরু হবে।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
ছাত্ররা ১৭টি ডিসিপ্লিনে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। গ্রুপ-এ তে রয়েছে ইএস, ডিএস, এফএমআরটি, এসএস। গ্রুপ-বি তে স্থাপত্য, ফউটে, পরিসংখ্যান, বিএ। গ্রুপ-সি তে রয়েছে এটি, নগ্রাপ, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। গ্রুপ-ডি তে রয়েছে অর্থনীতি, সমাজ বিজ্ঞান, ইংরেজি, ফার্মেসি ও ইসিই ডিসিপ্লন।
এছাড়া ছাত্রীদের খেলা ৭টি ডিসিপ্লিন দু’টি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে।
গ্রুপ-এ তে রয়েছে নগ্রাপ, ইংরেজি, ডিএস, এসএস। গ্রুপ-বি তে রয়েছে স্থাপত্য, বিএ, পদার্থ। প্রতিদিন ৫টি করে খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৪