ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রলীগ নেতা ফেল করায় পাবনা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ৯, ২০১৪
ছাত্রলীগ নেতা ফেল করায় পাবনা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ব্যবসায় প্রশাসন বিভাগে ভাঙচুর করেছে ছাত্রলীগের কর্মীরা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই বিভাগের ফলাফল প্রকাশিত হলে এ হামল‍া চালানো হয়।



বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান বাংলানিউজকে জানান, মিজানুর রহমান সবুজ ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র। বিকেলে তার চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ফাইনালের ফল প্রকাশ হয়। এতে  অকৃতকার্য হওয়ায় তার কর্মীরা বিভাগে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

তারা বিভাগের বিভিন্ন দরজা-জানালার কাঁচ ও কয়েকটি কম্পিউটার ভাঙচুর করে।

তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয় এ ধরনের কর্মকাণ্ড প্রকৃত ছাত্রলীগ সমর্থন করে না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাই বিস্তারিত কিছু বলতে পারবো না, আমি ব্যস্ত আছি।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় পাবনা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামানের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, অভিযুক্ত পাবিপ্রবি ছাত্রলীগের আহ্বায়ক  মিজানুর রহমান সবুজের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, পরীক্ষায় তিনি ভাল ফলাফল করেছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।