ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যমুনায় বিলীন হওয়ার পথে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ১১, ২০১৪
যমুনায় বিলীন হওয়ার পথে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: যমুনা নদীর ভাঙনে বিলীন হতে যাচ্ছে বগুড়া জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চালুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সারিয়াকান্দী উপজেলার দুর্গম চরাঞ্চলের ঐতিহ্যবাহী এ স্কুল কাম বন্যা আশ্রয়কেন্দ্র নানা অসুবিধার মধ্যেও শিক্ষার মান বিবেচনায় টানা চারবার জেলায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করে।

প্রায় সাড়ে চারশ শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানটি এখন হুমিকর মুখে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাজাহান বাংলানিউজকে জানান, পাশের নিরাপদ স্থানে একটি টিনসেড ঘরে আপাতত বিদ্যালয়ের কার্যক্রম চলছে। কোনো উপায় না থাকায় ভবনটি অচিরেই নিলাম ডাকের ব্যবস্থা হচ্ছে।

চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা জানান, ১৯৬০ সালে উপজেলার চর চালুয়াবাড়ী গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

তার জানা মতে দেশে চরাঞ্চলে এর চেয়ে ভাল বিদ্যালয় আর নেই। কিন্তু নদী ভাঙ্গনের কারণে আজ সেটিও বিলীন হয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১১ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।