ঢাকা: বিশ্ববিদ্যালয়গুলোর পঠন-পাঠন ও গবেষণার সক্ষমতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ১২৪টি উপ-প্রকল্পে মোট ২৪০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার ইউজিসিতে ‘তৃতীয় রাউন্ড এআইএফ উপ-প্রকল্প চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী বলেন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং রাজনীতির দুর্বৃত্তায়ন থেকে মুক্ত থাকে তবে শিক্ষা এবং গবেষণায় উৎকর্ষ সাধনের যে অবাধ সুযোগ ও সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানে উন্নীত হতে সক্ষম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. এম. মুহিবুর রহমান।
ইউজিসি’র সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান ও প্রফেসর ড. আবুল হাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজীম আরিফসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি‘র সচিব ড. মোঃ খালেদ, এআইএফ সাব-প্রজেক্ট ম্যানেজার, ইউজিসি কর্মকর্তা ও বিশ্বব্যাংকের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ কে আজাদ চৌধুরী আরো বলেন, সংখ্যাগত বিচারে এবং শিক্ষার্থী ঝরেপড়া হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন খুবই ইতিবাচক। উচ্চশিক্ষা ক্ষেত্রে এ সংখ্যাগত বিষ্ফোরণের সঙ্গে গুণগতমান সংযুক্ত করা গেলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের মানবসম্পদ তৈরিতে সক্ষম হবে। এআইএফ সাব-প্রজেক্টের গবেষণা উপ-প্রকল্পগুলো সেই কাঙ্খিত গুণগতমান অর্জনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একাডেমিক ইনোভেশন ফাণ্ড (এআইএফ), ইউজিসি’র বাস্তবায়নাধীন উচ্চশিক্ষা মান্নোয়ন প্রকল্পের (হেকেপ) একটি গুরুত্বপূর্ণ উপাংশ। এআইএফ’র অধীনে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলকভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পঠন-পাঠন ও গবেষণার সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন উপ-প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ ধারাবাহিকতায় তৃতীয় রাউন্ডে এবার দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ১২৪টি উপ-প্রকল্পে মোট ২৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৪