জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপণী উৎসব ‘র্যাগ-৩৭’ এ রাজা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের স্নেহাশীষ চক্রবর্তী অভি (ইংরেজি বিভাগ) ও রানী হিসেবে নওয়াব ফয়জুন্নেসা হলের অন্তরা হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) নির্বাচিত হয়েছেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত পৌনে ৯টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কামরান সিদ্দিকী।
নির্বাচনে রাজা পদে মওলানা ভাসানী হলের মোহাম্মদ নকীবুল হাসান (অর্থনীতি বিভাগ) পেয়েছেন ১৩৫ ভোট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের স্নেহাশীষ চক্রবর্তী অভি (ইংরেজি বিভাগ) পেয়েছেন ১৯৩ ভোট ও মীর মশাররফ হোসেন হলের শিরান বিন সারোয়ার প্রাপ্য (পরিসংখ্যান বিভাগ) পেয়েছেন ১৭২ ভোট।
রানী পদে প্রীতিলতা হলের তাসমিয়া কবির (অর্থনীতি বিভাগ) পেয়েছেন ১৬১ ভোট ও নওয়াব ফয়জুন্নেসা হলের অন্তরা হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) পেয়েছেন ৩২২ ভোট।
দিনব্যাপী ভোটগ্রহণ চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্তাব্যক্তিরা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ৩৭তম ব্যাচের ৠাগারদের ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কামরান সিদ্দিকী।
চলতি মাসের ২৪ তারিখ থেকে র্যাগ অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। চলবে ২৮ তারিখ পর্যন্ত। র্যালি, বৃক্ষরোপণ, মেহেদী উৎসব, ঘুড়ি উৎসব, ব্লাড গ্রুপিং, বাউল সন্ধ্যা, জমাজমাট আড্ডা, প্রীতিভোজ, জমকালো কনসার্টসহ নানা আয়োজন থাকছে র্যাগ ৩৭ এর অনুষ্ঠানমালায়।
বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪