বাকৃবি(ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফি বাতিলের দাবিতে রোববার থেকে প্রবেশ ফটকে তালাবদ্ধ অবস্থায় অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এদিকে, সোমবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল হকের সঙ্গে ২য় বর্ষের শিক্ষার্থীদের আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে আলোচনা করার আশ্বাসে তালা খুলে উপাচার্যের বাসভবনে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.জহুরুল হক খন্দকার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো. লুৎফুল হাসান, প্রক্টর অধ্যাপক ড.মো. হারুন-অর-রশিদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড.আবদুল মোমেন মিয়াসহ বেশ কয়েকজন শিক্ষক।
রোববার সকাল ১০টা থেকে উপাচার্যের বাসভবনের প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে রাস্তা অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করেন ২য় বর্ষের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অযৈাক্তিকভাবে আমাদের ওপর সেমিস্টার ফি আরোপসহ বিভিন্ন ধরনের ফি বর্ধিত করেছে। আমরা গতকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনায় আসেন নি। গত সোমবার (৯ জুন) আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেও কোনো পদক্ষেপ নেয় নি প্রশাসন।
অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো. লুৎফুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষক সমিতি ও ছাত্র বিষয়ক বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের দাবি নিয়ে পর্যালোচনা করেছেন। তারই ফলশ্রুতিতে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে হবে।
এদিকে, ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো প্রকার ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন না তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত(বিকেল সাড়ে ৪টা) উপাচার্যের বাসভবনে শিক্ষকদের সঙ্গে উপাচার্যের আলোচনা চলছিল।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৪