ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): যুক্তি বিবর্জিত কাজ কখনো ভালো কাজ হয় না। প্রতিটি কাজ করার সময়ই ভাবতে হবে যে এ কাজের যুক্তি কি বা আমি কেন এ কাজটি করছি।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে ‘১১তম নাফিয়া গাজী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এসব কথা বলেন।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি(ডিইউডিএস)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিইউডিএস’র সভাপতি শামীমা আক্তার জাহানের (পপি) সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষে অতিথির বক্তব্য দেন ডিইউডিএস’র মডারেটর ও ঢাবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরিন, ইএমকে সেন্টারের পরিচালক মোহাম্মদ খালেদ আরেফ প্রমুখ।
উপাচার্য ড. আরেফিন সিদ্দিক বলেন, ‘স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে তরুণদের। তাদের এ স্বপ্নযাত্রার পথে যু্ক্তিবাদী চিন্তা হবে সবচেয়ে বড় হাতিয়ার। যুক্তি দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করলে তারা কখনো বিপথগামী হবেনা। ’
এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাবির মার্কেটিং বিভাগ এবং রানার আপ হয় উন্নয়ন অধ্যয়ন। এতে ঢাবির ৪৮টি বিভাগ অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪