ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিবিরের আল্টিমেটাম

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
রাবিতে শিবিরের আল্টিমেটাম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের ওপর হামলাকারীদের গ্রেফতার করতে আগামী ২১ জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে রাবি ছাত্র শিবির।

এ সময়ের মধ্যে হামলকারীদের গ্রেফতার করা না হলে ২২ জুন থেকে ক্যাম্পাসে ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুমকি দিয়েছে শিবির।



মঙ্গলবার সন্ধ্যায় রাবি শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় হরতাল সফল করায় রাবি শিবিরের পক্ষ থেকে অভিনন্দন জান‍ানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী শনিবারের (২১ জুন) মধ্যে রাসেল আহমেদের ওপর হামলাকারী চিহ্নিত অস্ত্রধারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাধারণ ছাত্র-জনতাকে নিয়ে ২২ জুন থেকে ক্যাস্পাসে ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, শিবিরের ডাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় আধাবেলা হরতাল বিক্ষিপ্ত ভাঙচুর ও  ঝটিকা মিছিলের মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে রাজশাহী মহানগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অপরদিকে, সোমবারের হামলায় আহত শিবির নেতা রাসেল আহমেদকে অস্ত্রোপচার শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে রামেকের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তোফাজ্জেল হোসেন জানান, তার অবস্থার উন্নতি হয়েছে।

আহত রাসেল আহমেদকে দুইটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাঁকে পুলিশি হেফাজতে রামেক হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গত ২৯ এপ্রিল নেতা মাসুদ ও টগরের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত দুই মামলায় শিবির নেতা রাসেলকে  গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যদিকে, গ্রেফতারকৃত রাবি শিবিরের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু ওরফে হাসিবকে পৃথক দুইটি মামলায় রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি নূর হোসেন বাংলানিউজকে জানান, গত ২৯ ছাত্রলীগ নেতা মাসুদ ও টগরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় শিবির নেতা হাসিবকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এছাড়া গত ৪ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা রুস্তম হত্যা মামলায় তাকে ৬ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। এই দুই আবেদনের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।