রংপুর: রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন(২৩) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে তাকে কুপিয়ে জখম করা হয়।
আহত জাবেদ হোসেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা ও কারমাইকেল কলেজ কমিটি থেকে বহিস্কৃত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে গেলে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তাকে ধরে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল ইসলাম রাফি বাংলানিউজকে জানান, জাবেদ হোসেন ছাত্রলীগের কেউ নন। ছিনতাইয়ের ভাগ ভাটোয়ারা নিয়ে দণ্ডের কারণে তাকে মারধর করা হয়েছে।
ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গত ১৪ মে জেলা ও কলেজ কমিটির পদ থেকে বহিস্কার করা হয় বলেও জানান তিনি।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদের জিলানী জানান, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হাতে জাবেদ আহত হয়েছে।
এ ঘটনায় কোন মামলা হলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৪