রাবি: ‘এসো বিশ্বের সঙ্গীতে কণ্ঠ মিলাই’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বসঙ্গীত দিবস উদযাপিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়।
বিশ্ববিদ্যাললেয় ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন।
সঙ্গীত বিভাগের সভাপতি অসিক কুমার রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন ও জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন প্রমুখ।
দিনব্যাপী দিবসটি উদযাপনের অংশ হিসেবে দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে সঙ্গীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরণের গান, নৃত্য, গম্ভীরা এবং ভারতীয় শিল্পী শতাব্দী আচার্যের একক নৃত্য পরিবেশিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৪