ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাদ্রাসার বই থেকে মুক্তিযুদ্ধবিরোধী বিষয় বাতিলের ‍দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ২২, ২০১৪
মাদ্রাসার বই থেকে মুক্তিযুদ্ধবিরোধী বিষয় বাতিলের ‍দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধবিরোধী বিষয় বাতিল  এবং বই পূনর্মুদ্রণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্র
সংগ্রাম পরিষদ।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ উপলক্ষে বিক্ষোভ মিছিল বের করেন পরিষদের নেতাকর্মীরা।



মিছিলটি টিএসসি হয়ে বাংলা একাডেমি এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। পরে ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন, মাদ্রাসার প্রায় ৫০ লাখ শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ ও সংবিধানবিরোধী শিক্ষা দেওয়া হচ্ছে।

এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ও পাঠ্যপুস্তককে জামায়াতীকরণ ও মওদুদীকরণের অভিযোগ করেন তিনি।

অবিলম্বে বিতর্কিত বিষয়গুলো বাদ দিয়ে পাঠ্যবই পূনর্মুদ্রণ করা এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরও অপসারণের দাবি জানান তারা।  

সাতটি ছাত্র সংগঠনের সমন্বিত মোর্চা ছাত্র সংগ্রাম পরিষদের সংগঠনগুলো হলো, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্রলীগ (জাসদ), ছাত্রলীগ (বাসদ), ছাত্র আন্দোলন, ছাত্র সমিতি, গণতান্ত্রিক ছাত্রকেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।