ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ক্যারিয়ার সপ্তাহ উদযাপন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
রাবিতে ক্যারিয়ার সপ্তাহ উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যারিয়ার সপ্তাহ ২০১৪ উদযাপিত হচ্ছে।

রাবি ক্যারিয়ার ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।



সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে কেক কেটে ক্যারিয়ার সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, সেমিনার, প্রেজেন্টেশন কম্পিটিশন, বিজনেস অ্যান্ড সোস্যাল কম্পিটিশন, এক্সক্লুসিভ ওয়ার্কশপ, কুইজ কম্পিটিশন এবং বিভিন্ন করপোরেট হাউজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, ক্লাবের উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল ইসলাম ও রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমরুল কবির খান প্রমুখ।

উদ্বোধনী পর্ব শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রবীন্দ্র কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিকেল ৩টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নতুন বিসিএস পরীক্ষা, ব্যাংক জব প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষা বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ডিন্স কমপ্লেক্স কনফারেন্স রুমে ‘ওয়ার্কশপ অন ক্যারিয়ার ওপরচুনিটি ইন বায়োলজিকাল অ্যান্ড ফার্মাসিটিকাল সেক্টর’ অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেল ৩টার দিকে ডিন্স কমপ্লেক্স কনফারেন্স রুমে এক্সক্লুসিভ ওয়ার্কশপ অন রোড টু জব মার্কেট অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টারে দিকে আয়োজন করা হয়েছে স্পোকেন ও রিটেন ইংলিশ এবং মটিভেশনাল ট্রেনিং।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘প্রিপেয়ারিং ইউরসেলফ ফর দা লোকাল অ্যান্ড গ্লোবাল জব মার্কেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

শুক্রবার সাড়ে ৯টার দিকে সিনেট ভবনে বিভিন্ন কর্পোরেট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।