ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষককে দিগম্বরের প্রতিবাদে গৌরীপুরে মঙ্গলবার অর্ধ দিবস হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
শিক্ষককে দিগম্বরের প্রতিবাদে গৌরীপুরে মঙ্গলবার অর্ধ দিবস হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দিগম্বর করার প্রতিবাদে মঙ্গলবার গৌরীপুরে অর্ধ দিবস হরতাল ডেকেছে গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গৌরীপুর উপজেলা সদরে এ হরতাল পালিত হবে।



সোমবার দুপুরে দিগম্বরকারীদের বিচার দাবিতে গৌরীপুর কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে কলেজের সাবেক শিক্ষার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহমদ খান পাঠান এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

রোববার বিকেলে উপজেলার কলতাপাড়া বাজার এলাকায় মোটর সাইকেল করে বাড়ি ফেরার পথে কলেজ শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদকে (৫৯) জনসম্মুখে দিগম্বর করে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকিরের ক্যাডারা।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

** শিক্ষককে দিগম্বর করলো সাবেক প্রতিমন্ত্রীর ক্যাডাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।