ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাভারে সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে নতুন প্রকল্প শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
সাভারে সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে নতুন প্রকল্প শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার(ঢাকা): সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে শিক্ষার গুণগতমান অর্জনে সাভারে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার(ভার্ক) ও রিডিং ইনহ্যান্সমেন্ট ফর অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) তাদের প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।

প্রকল্পটির আর্থিক সহযোগিতা করছে দাতা সংস্থা ইউএসএআইডি এবং কারিগরি সহায়তায় থাকছে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল।


সোমবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি)কনফারেন্স রুমে প্রকল্পটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

রিড প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রধান কার্যক্রম এবং সেগুলো বাস্তবায়নের কলা-কৌশল বিনিময়ের জন্য আয়োজিত অবহিতকরণ সভায় বক্তারা বলেন, সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা গেলে ও প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জন করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

তাই শিক্ষার গুণগত মান অর্জনের লক্ষ্যে রিডিং ইনহ্যান্সমেন্ট ফর অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) প্রকল্প ঢাকা জেলার সাভার ও ধামরাই, মানিকগঞ্জ জেলার ঘিওর, সাটুরিয়া, সিংগাইর ও মানিকগঞ্জ সদর এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় বাস্তবায়ন করতে যাচ্ছে।

সরকারি অনুমোদন সাপেক্ষে কর্ম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির শিশুদের পঠন দক্ষতা অর্জনে সহায়তা করতে প্রকল্পটির মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে চার বৎসর।

প্রথম বৎসর উক্ত ৩ জেলার ১২০টি স্কুলের ৩৬০ জন শিক্ষক ও ১ম-৩য় শ্রেণির প্রায় ষোল হাজার ছাত্র-ছাত্রী প্রকল্পের সুবিধা ভোগ করবেন এবং ২য় বৎসর হতে প্রকল্পের কর্ম এলাকা বৃদ্ধির পাশাপাশি সুবিধা ভোগীর সংখ্যাও বৃদ্ধি পাবে।

অবহিতকরণ সভায় ভার্কের নির্বাহী পরিচালক শেখ আবদুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাসুউদ।

বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী মিয়া, সাভার উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির সভাপতি, মিসেস রোকেয়া হক, সেভ দ্য চিলড্রেন এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (রিড) শাহিন ইসলাম এবং ভার্কের শিক্ষা সেকশন এর সমন্বয়কারী মো. মঈনুল ইসলাম।

অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ভার্কের প্রকল্প সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।