রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিবির নেতা রাসেল আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রশিবির।
প্রশাসনকে শিবিরের বেঁধে দেওয়া সময় বুধবারের মধ্যে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার না করায় ধর্মঘটের ঘোষণা দেয় শিবির।
বিকেলে রাবি শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বাংলানিউজকে বলেন, শুনেছি শিবির ধর্মঘট ডেকেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবকিছু স্বাভাবিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ক্যাম্পাসে শিবিরের যেকোনো ধরনের নাশকতা দমনে বৃহস্পতিবার পুলিশ আরো সতর্ক অবস্থানে থাকবে।
গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনে ছাত্রলীগের হামলায় আহত হন শিবির নেতা রাসেল আলম। হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে ২২ জুন থেকে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে শিবির।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ২৫, ২০১৪