ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (৪১তম ব্যাচ) ছাত্রী ফাতেমার পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন ফাতেমার বাবা আফসান আলীর কাছে অনুদানের চেক তুলে দেন।
গত ২১ মে বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সড়ক দুর্ঘটনায় ফাতেমা নিহত হন। ফাতেমার বাড়ি পাবনা জেলার আতাইকুল্যা থানার শোলাবাড়িয়া গ্রামে।
চেক প্রদান অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, নিবন্ধক আবু বকর সিদ্দিক, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লূৎফর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানস চৌধুরী, ফাতেমার স্বামী মোফাজ্জ্বল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালেয়ের জনসংযোগ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৪