ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটের ৩৫ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
কুয়েটের ৩৫ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট অনুমোদন

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য ৩৫ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

একই সভায় ২০১৩-২০১৪ অর্থ বছরের জন্য ২৯ কোটি ৭২ লক্ষ টাকার সংশোধিত বাজেটও অনুমোদিত হয়।



বৃস্পতিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব  করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

২০১৪-২০১৫ ইং অর্থ বছরের মূল বাজেট ৩৫ কোটি ৭০ লক্ষ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারি অনুদানের সম্ভাব্য পরিমাণ ৩৩ কোটি ২৫ লক্ষ টাকা, নিজস্ব সূত্র হতে আয় ২ কোটি ৪৫ লক্ষ টাকা।

বরাদ্দের মধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি খাতে ২০ কোটি ৯৫ লক্ষ টাকা, পেনশন খাতে ৪ কোটি ৫০ লক্ষ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৫ কোটি টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৩ কোটি ৪০ লক্ষ টাকা, মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ১ কোটি টাকা এবং মূলধন মঞ্জুরি খাতে ৮৫ লক্ষ টাকা।

সিন্ডিকেট সভায় ২০১৩-২০১৪ ইং অর্থ বছরের জন্য মোট ২৯ কোটি ৭২ লক্ষ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। সংশোধিত ২৯ কোটি ৭২ লক্ষ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারি অনুদানের পরিমাণ ২৭ কোটি ৬৫ লক্ষ টাকা এবং নিজস্ব সূত্র হতে আয় ২ কোটি ৭ লক্ষ টাকা। সংশোধিত বরাদ্দের মধ্যে বেতন-ভাতাদি খাতে ১৮ কোটি ৬৫ লক্ষ টাকা, পেনশন খাতে ১ কোটি ৫০ লক্ষ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৪ কোটি ৭৩ লক্ষ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৩ কোটি ২৪ লক্ষ টাকা, মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ১ কোটি টাকা এবং মূলধন মঞ্জুরি খাতে ৬০ লক্ষ টাকা।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।