খুলনা: কুয়েট ম্যাথ ক্লাব ও কুয়েটিয়ান কিউবিস্ট ক্লাবের উদ্যোগে এবং জিরো টু ইনফিনিটির পৃষ্টপোষকতায় শনিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হবে ইন্ট্রা কুয়েট রুবিক’স কিউব, সুডোকু এবং আইকিউ চ্যালেঞ্জ প্রতিযোগিতা।
বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে দুপুর ১টা পর্যন্ত।
মোট দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পুরো প্রতিযোগিতা। এর মধ্যে ক্যাটাগরি এ-তে আছে রুবিক’স কিউব মেলানো, সুডোকু কনটেস্ট এবং আইকিউ চ্যালেঞ্জ। আর ক্যাটাগরি বি-তে আছে শুধুমাত্র সুডোকু কনটেস্ট এবং আইকিউ চ্যালেঞ্জ। ইতোমধ্যেই প্রতিযোগিতা নিয়ে কুয়েটিয়ানদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি হলে মনোমুগ্ধকর পোস্টার এবং ফেসবুক ইভেন্টে অংশগ্রহণকারীদের বিভিন্ন রকম প্রশ্নের সমাহারই বলে দিচ্ছে প্রতিযোগিতাটি তাদের মধ্যে এক অন্যরকম উদ্দীপনার জন্ম দিয়েছে।
আয়োজকরা বাংলানিউজকে জানিয়েছেন, রেজিস্ট্রেশন করা সবাইকেই মাসিক বিজ্ঞান বিষয়ক বাংলা ম্যাগাজিন জিরো টু ইনফিনিটির পক্ষ থেকে একটি করে জিরো টু ইনফিনিটি এবং পাই জিরো টু ইনফিনিটি ম্যাগাজিন বিনামূল্যে দেওয়া হবে। এর মধ্যে জিরো টু ইনফিনিটি হলো মাসিক বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন আর পাই জিরো টু ইনফিনিটি হলো মাসিক গণিত বিষয়ক ম্যাগাজিন।
এছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য জিরো টু ইনফিনিটি পরিবারের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় উপহার।
এ ব্যাপারে ম্যাগাজিনটির সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে বলেন, জিরো টু ইনফিনিটি বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার প্রসারে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। আর কুয়েটে এ ধরনের একটি প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত।
কুয়েট ম্যাথ ক্লাবের প্রতিষ্ঠাতা কাওসার ফারহাদ জানান, প্রতিনিয়ত বিভিন্ন ধরা বাধা পড়াশোনার চাপ যখন আমাদের যন্ত্রমানবে পরিণত করে দিতে চায় তখন এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আবার মুক্তির স্বাদ দেয়। গণিত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে আতঙ্ক কাজ করে তা দূর করতে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে কুয়েট ম্যাথ ক্লাব আর সামনেও এ ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময় : ০৩১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৪