ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিইউপির ১৬ কোটি ৯০ লক্ষ টাকা বাজেট উপস্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
বিইউপির ১৬ কোটি ৯০ লক্ষ টাকা বাজেট উপস্থাপন

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ১৬ কোটি ৯০ লক্ষ টাকা বাজেট উপস্থাপন করা হয়েছে। সোমবার বিইউপির ৬ষ্ঠ বার্ষিক সিনেট সভায় বাজেট উপস্থাপন করা হয়।

 
 
বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মামুন খালেদের,(পিএসসি) সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ নানা দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মো. মর্তুজা কামাল, এনডিসি, পিএসসি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ অর্থবছরের সংশোধিত বাজেট (১৪ কোটি ১৫ লক্ষ টাকা) ও ২০১৪-২০১৫ অর্থবছরের (১৬ কোটি ৯০ লক্ষ টাকা) বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যগণ উপাচার্য মহোদয়ের ভাষণ ও ট্রেজারার এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন।
 
এছাড়াও সিনেট সভায় বিইউপি এর ৬ষ্ঠ বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০১৩-জুন ২০১৪) অনুমোদন করা হয়।

সিনেট সভায় সংসদ সদস্য আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানসহ সিনেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিইউপি’র ভিসি ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মামুন খালেদ, পিএসসি তার বক্তব্যে গত এক বছরের কার্যক্রমের একটি চিত্র সিনেট সদস্যদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে শিক্ষার বিভিন্ন পর্যায়ে নতুন প্রোগ্রাম অন্তর্ভূক্ত করে যুগান্তকারী পরিবর্তন আনয়নে বিইউপি বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের জানুয়ারি মাসে মাস্টার অব ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজম্যান্ট নামে যে প্রোগ্রাম শুরু হয়েছিল সেটারই প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এ বছরের শেষ দিকে ডিগ্রি লাভ করতে যাচ্ছেন। এছাড়া এ বছরের জুলাই মাস হতে মাস্টার্স ইন ডেভলপমেন্ট স্টাডিজ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে।

আগামী বছর জানুয়ারিতে মাস্টার্স ইন পিস অ্যান্ড হিউম্যান রাইট্স প্রোগ্রামটি শুরু করার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একই সময় থেকে মাস্টার্স ইন ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি (এমআইএসএস) শুরু করার পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে ইনফরমেশন সিস্টেম্স সিকিউরিটির উপরে ৪ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স চলতি বছর আগস্ট থেকে শুরু করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সশস্ত্র বাহিনী ও বিজিবির সদস্যদের জন্যে ব্যাচেলর অব ডিফেন্স স্টাডিস নামে একটি নতুন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম শুরু করা হয়েছে। ইতোমধ্যে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়েছে।  

এ প্রসঙ্গে তিনি বলেন, এই প্রোগ্রামটি শুরু করার ফলে বিইউপি’র অধিভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ১০ থেকে বৃদ্ধি পেয়ে ৩৮ এ দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ৩০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।