ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
সিলেটে বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

সিলেট: বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিক।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজেকে একটু শিক্ষিত কর, এরপর রাজনীতি কর। পড়ালেখার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পর যার যার মতো জীবন পরিচালনা  করো।

তিনি বলেন, শুধু বই পড়ে সুনাগরিক হওয়া যায় না। নেতৃত্ব প্রদানের মত যোগ্যতাও অর্জন করতে হবে। এজন্য নিজেদের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে ।

কলেজ অধ্যক্ষ মো. ফযজুল হকের সভাপতিত্বে ও উম্মে জুনুবা এবং বৃন্তী রাণী নাথ’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কো-আর্ডিনেটর আব্দুর রশিদ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, আবু তাহের প্রভাষক তানজিনা নবী চৌধুরী, প্রভাষক জনি তালুকদতার ও প্রভাষক মলি আক্তার তমা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক জুনায়েদ আহমদ। অনুষ্ঠান পরবর্তীতে আগামী ঈদুল ফিতরের পর কলেজের নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করা হবে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা,জুন ৩০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।