ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রমজানের ছুটি শুরু ১৩ জুলাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রমজানের ছুটি শুরু ১৩ জুলাই

বরিশাল: বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৩ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.ফয়সল মাহামুদ রুমি সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।



জনসংযোগ কর্মকর্তা মো.ফয়সল মাহামুদ রুমি বৃহস্পতিবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ খানের সঙ্গে ১৬টি বিভাগের বিভাগীয় প্রধানদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৩ জুলাই ২০১৪ রোববার থেকে ০৩ আগস্ট ২০১৪ রোববার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ০৪ জুলাই ২০১৪ থেকে শিক্ষা কার্যক্রম যথারীতি চালু থাকবে। এ সময় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ও পবিত্র রমজানের ছুটি একই সাথে দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো.ফয়সল মাহামুদ রুমি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।