ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে জাবি শিক্ষকদের মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে জাবি শিক্ষকদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল এবং চাকরির বয়সসীমা ৬৭ বৎসর করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহ্বানে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।



মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সাবেক সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল ও শিক্ষকদের ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরির বয়সসীমা ৬৭ বৎসর করার দাবি জানান।

সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বাংলাদেশের আশপাশের দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো আছে। তাই বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।