উত্তরা-টঙ্গী: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন-স্কেল ও বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহব্বানে ডুয়েট শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা বক্তব্য রাখেন।
এসময় তারা তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪