ঢাকা: সব ধরনের পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রশ্ন ফাঁস রোধে বিরতিহীন পাবলিক পরীক্ষা যথার্থ সিদ্ধান্ত হতে পারে না’ স্লোগান নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঢাকার ৩১টি কলেজের শিক্ষার্থী অংশ নেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব সরকারে। সরকারে কাছে আমাদের দাবি এমন কোনো সিদ্ধান্ত যেন না নেওয়া হয় যে সিদ্ধান্তে শিক্ষার্থীদের উপকার না হয়ে বরং ক্ষতি হয়।
বক্তরা আরও বলেন, আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হই তাহলে দেশ এক সময় মেধাশূন্য হয়ে যাবে। দেশ ও সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাই।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪