ময়মনসিংহ: প্রশ্নপত্র ফাঁসরোধে শিক্ষামন্ত্রীর বিরতিহীন পাবলিক পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে শহরের ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আহাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
এর আগে শিক্ষা নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে শহরের টাউন হল মোড় থেকে বিশাল র্যালি করে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে উপস্থিত হয়।
এ মানববন্ধনে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রীর কাছে ৩ টি দাবি জানান। দাবিসমূহ হচ্ছে- বিরতিহীন পরীক্ষা বন্ধ করুন, প্রশ্নফাঁস বন্ধ করুন, প্রশ্ন ফাঁসের মূল হোতাদের উপযুক্ত শাস্তি দিন।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শ্রেণিতে বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। এ কারণে পরীক্ষায় আশানুরূপ সাফল্য অর্জনে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ভালোভাবে পড়তে হয়। বিরতিহীন পরীক্ষাগুলো গ্রহণ করা হলে রিভিশন দেয়ার অভাবে ফলাফলে বিপর্যয় নেমে আসবে।
বক্তারা আরো বলেন, এটি কোমলমতি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ বজায় রাখার জন্য বিরতিহীন পাবলিক পরীক্ষা নেয়ার পরিকল্পনা থেকে সরে আসার জন্য তারা শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪