খুলনা: বঙ্গোপসাগরের সমুদ্র সীমানা সংক্রান্ত আন্তর্জাতিক রায়ে বাংলাদেশ বিপুল এলাকা জুড়ে সমুদ্রসীমা লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জনিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সমুদ্র সীমানা সংক্রান্ত এ বিজয় দেশ ও জাতির জন্য বড় অর্জন।
তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের এ বিজয়কে দূরদর্শীতা, নায্য অধিকার আদায়ে দৃঢ় মনোবল ও কূটনৈতিক সাফল্য বলে উল্লেখ করেন।
এছাড়া পৃথক এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দ জানিয়েছেন খুবির স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. কাজী শাহনেওয়াজ রিপনসহ পরিষদের অন্যান্য সদস্য প্রফেসর ড. আফরোজা পারভীন, প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, প্রফেসর ড. সর্দার শফিকুল ইসলাম, প্রফেসর ড. আমীরুল মোমেনীন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪