ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লালমনিরহাটে এক কেন্দ্রের ৬০ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
লালমনিরহাটে এক কেন্দ্রের ৬০ পরীক্ষার্থী বহিষ্কার

লালমনিরহাট: লালমনিরহাটে ফাজিল পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে একটি কেন্দ্রের ৭৪ পরীক্ষার্থীর মধ্যে ৬০ জনকেই বহিষ্কার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।



প্রত্যক্ষদর্শীরা জানায়, ফাজিল (ডিগ্রি) ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল পরীক্ষার কেন্দ্র ছিল শহরের নেছারিয়া কামিল মাদ্রাসা। কিন্তু শুরু থেকেই কেন্দ্রটিতে অর্থের বিনিময় নকল করার সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এমন অভিযোগের ভিত্তিতেই পরীক্ষার শেষ দিন বুধবার সকালে পরীক্ষার শুরু হওয়ার এক ঘণ্টা পর আকস্মিক ভাবে অভিযান চালান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজা আব্দুল হাইসহ আরো দুই ম্যাজিস্ট্রেট।

অভিযানে প্রকাশ্যে নকল করার বিষয়টি প্রমাণ পাওয়ার পর মোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে একে একে ৬০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে নেছারীয়া কামিল মাদ্রাসার ৪১ জন এবং অপর তিনটি মাদরাসার ৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন।

এ ব্যাপারে নেছারীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মাহফুজার রহমান কোনো কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ