ঢাকা: আন্তঃক্যাডার শিক্ষকদের বেতন কাঠামোয় বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি।
শনিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান।
সমিতির সভাপতি অধ্যাপক নাসরিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেতন ও চাকরি কমিশন-২০১৩ এর সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
সংগঠনের মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, বর্তমানে সহকারী, সহযোগী ও অধ্যাপক পদে একই বেতন স্কেল দেওয়া হচ্ছে। অথচ অন্য ক্যাডারে এমন হয় না। তাই সাধারণ শিক্ষা ক্যাডারের এই বেতন বৈষম্য দূর করার দাবি জানান তিনি।
বক্তারা বলেন, এক সময় শিক্ষকদের বিত্ত না থাকলেও চিত্ত ছিলো। এখন বিত্ত-চিত্ত কিছুই নেই।
প্রধান অতিথির বক্তব্যে ফরাসউদ্দিন বলেন, ‘শিক্ষকরা যাতে মান-সম্মান বজায় রাখতে পারেন, সেজন্য চেষ্টা করবো। তবে এদেশের মানবসম্পদ উন্নয়নে আপনাদের ভূমিকা রাখতে হবে। বর্তমানে দেশের যে আর্থিক উন্নয়ন হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। ’
এ সময় চেক গ্রহণকালে নিহতের স্ত্রী আফরোজা আক্তার হত্যাকারীদের দ্রুত শাস্তিসহ মামলাটি সিলেট থেকে ঢাকায় স্থানান্তরের দাবি জানান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪