রাজশাহী (রাবি): দীর্ঘ একযুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান বাংলানিউজকে কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
নগবগঠিত কমিটিতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদকে সভাপতি ও মাকেটিং বিভাগের ই-এমবিএর শিক্ষার্থী কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি আহসানুজ্জামান অলিন, সহ সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন ও সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ।
রাবিতে ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয় ২০০২ সালে। ওই কমিটিতে মতিউর রহমানকে সভাপতি ও আসলামুদ্দৌলাকে সাধারণ সম্পাদক করা হয়। ২০০৪ সালের নভেম্বর মাসে মেয়াদ শেষ হয় ওই কমিটির।
পরবর্তীতে ২০০৫ সালের এপ্রিলে নূরুজ্জামান সরকার লিখনকে আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি ৫ বছর পার করে।
এরপর ২০১০ সালের ২২ মে আরাফাত রেজা আশিককে আহ্বায়ক ও ১২ জনকে যুগ্ম আহ্বায়ক করে ফের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিও ৪ বছর পার করে।
নতুন কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করে একটি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হয়েছেন।
সাধারণ সম্পাদক কামরুল হাসান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ছাত্রত্ব বাতিল হলে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে মার্কেটিং বিভাগের সান্ধ্যকালীন এমবিএতে ভর্তি হয়েছেন।
কমিটি প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাবি ছাত্রদলের কমিটির নেতা বাছাই করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যদের প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণ আস্থা রয়েছে। নতুন কমিটির সদস্যরা তাদের কার্যক্রমের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪