সাতক্ষীরা: বরাবরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের শীর্ষ ২০ এ স্থান করে নিয়েছে সাতক্ষীরা সরকারি কলেজ। সাতক্ষীরা সরকারি কলেজ এবার ১০ম স্থান অধিকার করেছে।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ জানান, চার ধাপ এগিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ এবার যশোর বোর্ডে ১০ম ও জেলায় শীর্ষ স্থান অধিকার করেছে।
জানা গেছে, সাতক্ষীরা সরকারি কলেজের ৭১৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৭৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন। এ গ্রেড পেয়েছেন ৩০৯ জন, এ- পেয়েছেন ১৬১ জন, বি গ্রেড পেয়েছেন ৭৭ জন, সি গ্রেড পেয়েছেন ৪৩ জন ও ডি গ্রেড পেয়েছেন সাতজন পরীক্ষার্থী।
এছাড়া ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হারের ভিত্তিতে সাতক্ষীরা জেলা যশোর বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছে।
সাতক্ষীরা জেলা থেকে ১৩ হাজার ৩৯২ জন শিক্ষার্থী ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সাত হাজার ৬৬০ জন শিক্ষার্থী। পাসের হার ৫৭ দশমিক ২০ শতাংশ।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪