ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্টেট ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
স্টেট ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন সোমবার

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৩য় সমাবর্তন সোমবার। রাজধানীর আগাঁরগাওয়ের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল আড়াইটায় শুরু হবে এ সমাবর্তন অনুষ্ঠান।



সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে ‍আজাদ চৌধুরী (প্রতিমন্ত্রী) উপস্থিত থাকবেন।

সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যয অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী। আরও বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম।

ড. এ কে আজাদ চৌধুরীর সমাবর্তন বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গ্রাজুয়েশনের ঘোষণা দেয়া হবে। পাশাপাশি ভাল ফলাফলের জন্যে মেধাবীদের চ্যান্সেলরস গোল্ড মেডেল প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ‍আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ