ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জয়পুরহাটের সেরা ৫ কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
জয়পুরহাটের সেরা ৫ কলেজ

জয়পুরহাট: ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ২য় অবস্থানে এবং জেলার শীর্ষে রয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজের মোট ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছে।



দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে ৪২৯ পরীক্ষার্থীর মধ্যে ৩৭৭ জন পাস করেছে। এদের মধ্যে ৫১ জন পেয়েছে জিপিএ-৫।

তৃতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট সরকারি কলেজ। এ কলেজের ৯৫৪ শিক্ষার্থীর মধ্যে ৭৪৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন।

চতুর্থ অবস্থানে রয়েছে ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে ৫৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৯ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

পঞ্চম অবস্থানে রয়েছে সদর উপজেলার আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ। এ কলেজের ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।

এইচএসসি পরীক্ষায় জেলায় মোট ৫ হাজার ১২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং এদের মধ্যে পাস করে ৩ হাজার ৪৯২জন। জিপিএ-৫ পেয়েছে ২৩৯ জন, পাসের হার ৬৭ দশমিক ৪০ শতাংশ।

ভাল ফলাফলের কারণ সম্পর্কে জানতে চাইলে জয়পুরহাটের সেরা ৫টি কলেজের স্ব-স্ব অধ্যক্ষগণ বাংলানিউজকে জানান, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের সময়োপযোগী দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ই এ সাফল্য এনে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ