ময়মনসিংহ: এইচএসসি পরীক্ষায় চলতি বছর ময়মনসিংহ জেলায় পাস করেছে ২২ হাজার ৩৯০ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮০৯ শিক্ষার্থী।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ২৮ হাজার ৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৫ হাজার ৬৪৭ শিক্ষার্থী।
ফলাফলের দিক থেকে ময়মনসিংহের সেরা ৫ এ স্থান পেয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ।
শিক্ষা নগরীর গর্বের প্রতিষ্ঠান ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই এ প্লাস পেয়েছে।
শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এবার ১ হাজার ১১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ১১১ জন। এর মধ্যে ৬২১ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯.৯১%।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজন বাদে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। পাশের হার ৯৯.৭৬%।
মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৬৪ জন শিক্ষার্থী। পাস করেছে ৭৫১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন। পাশের হার ৯৮.৩০%।
ময়মনসিংহ কমার্স কলেজ থেকে ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
এ কলেজের প্রিন্সিপাল এখলাছ উদ্দিন অনুভূতি জানিয়ে বলেন, আমি ফলাফলে খুশি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল পেয়েছি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪