ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বয়সসীমা বৃদ্ধির দাবিতে ইবি শিক্ষকদের মানববন্ধন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
বয়সসীমা বৃদ্ধির দাবিতে ইবি শিক্ষকদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (কুষ্টিয়া): কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের চাকরির বয়সসীমা বৃদ্ধি ও স্বতন্ত্র পে-স্কেল চালুর দাবিতে মানববন্ধন করেছে ইবি শিক্ষক সমিতি।

বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে প্রায় তিন শতাধিক শিক্ষকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



ইবি শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী এবং ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারী।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আ. ন. ম. রেজাউল করিম,  প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. আব্দুল লতিফ, অধ্যাপক ড. অধ্যাপক ড. শহিদুল ইসলাম নূরী, অধ্যাপক ড. ইকবাল হোসেন, অধ্যাপক ড. আবু সিনহা, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু, সহযোগী অধ্যাপক নিলুফা আক্তার, সহকারী অধ্যাপক নাসিমুজ্জামান, সহকারী অধ্যাপক ধনঞ্জয় কুমার,  প্রভাষক তিয়াশা চাকমা, প্রভাষক ইয়াসমীন আক্তার সাথি, প্রভাষক রোজি আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল চালু ও চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ